প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৮:২২ পিএম

অনলাইন সংস্করণ

নদীতে ঝাঁপদেয়া কলেজছাত্রী লামিয়ার মরদেহ শ্রীপুরের সুতিয়া নদী থেকে উদ্ধার

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুন এলাকায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল কলেজছাত্রীর লাশ উদ্ধার করে।

মৃত কলেজছাত্রী গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার মো. দেলোয়ার হোসেনের মেয়ে লামিয়া আক্তার (১৭)।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, পারিবারিক,প্রেমঘটিত বিষয়ে মনের ক্ষোভে বুধবার (১৩ আগস্ট) সকালে শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুন এলাকায় ত্রিমোহনী ব্রিজ থেকে সুতিয়া নদীতে ঝাঁপ দেয় লামিয়া আক্তার।

এরপর তিনি নদীতে ডুবে নিখোঁজ হয়। এ সময় স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

পরে ফায়ার সার্ভিসে ডুবুরিদল খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় ২৭ ঘণ্টা পর সুতিয়া নদী থেকে লামিয়া আক্তারের লাশ উদ্ধার করে।

লামিয়া আক্তার ময়মনসিংহের গিয়াসউদ্দিন কলেজের ছাত্রী ছিল।  

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, ব্রিজ থেকে নদীতে থেকে লাফ দিয়ে কলেজছাত্রী লামিয়া আক্তার গতকাল নিখোঁজ হয়। পরে ব্রিজের ৫০০ মিটার দূরে সুতিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন