
প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
নাজমূল হুদা সাদ্দামঃ
বৃটেনের ২য় রানী এলিজাবেথ স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০ তম ফুটবল টুর্নামেন্ট আসর অতি জাঁকজমকপূর্ন পরিবেশে বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় মাঠে পর্দা উঠল।
ফুটবল টুর্নামেন্ট এর ২০ তম আসর শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ নিয়ে প্রতি বছর এই টুর্নামেন্টটি আয়োজন করে শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
উক্ত টুর্নামেন্টেে শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এসএম ফরহাদ মিয়া সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়কসম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।
আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি আহবায়ক মোঃ আঃ মোতালেব,সদস্য সচিব খাইরুল কবির মন্ডল,পৌর বিএনপির আহবায়ক হুমায়ূন কবীর সরকার,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী,৪নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মোঃ শহিদুজ্জামান খান সাজু।
এছাড়াযুবদল নেতা লিয়াকত আলী,পৌর স্বেচ্ছাসেকদলের সদস্য সচিব শামসুল হক শ্যামল ভূইয়া প্রমুখসহ বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
হাজার হাজার দর্শকের উপস্থিতি বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।দর্শকদের কয়েকজন বলেন,এমন সুন্দর আয়োজন সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারলে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব বলে তারা মনে করেন।
খেলা নকআউট পদ্ধতিতে ৩২ টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে।চ্যাম্পিয়ন দল পুরষ্কার হিসেবে ৫০০০০/= প্রাইজমানি,রানার্সআপ ৩০০০০/= টাকা প্রাইজমানি পুরষ্কারে পাবে।
এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য পুরষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর নাচ, গান ও স্বাংস্কৃতিক অনুষ্ঠান টুর্নামেন্টেের আয়োজনকে করেছে সমৃদ্ধ।দর্শক, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথি এমন অনুষ্ঠানে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মন্তব্য করুন