
প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং সরঞ্জাম উদ্ধার করেছে।
এ ঘটনায় বাড়িটি পুরোপুরি ঘিরে রেখেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলি ইউনিট।
অভিযানে সংশ্লিষ্ট সেনাবাহিনীর একটি সূত্রে জানা গেছে, কোচিং সেন্টার থেকে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, একটি কার্তুজ, তিন বক্স ইয়ারগান শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, মাদকদ্রব্যসহ অন্যান্য বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে তারা পুলিশকে হস্তান্তর করলে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন