প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৯:২০ পিএম

অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে - পত্নীতলায় বিএনপির আলোচনাসভা ও দোয়ার মাহফিল

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:

আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং দেশব্যাপী ছাত্র গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় নওগাঁর পত্নীতলায় আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) বিকালে নজিপুর বাসস্ট্যান্ড মাতাজিহাট রোডে বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মোঃ খাজা নাজিবুল্লাহ চৌধুরী।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন- নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন, ধামইরহাট উপজেলা বিএনপির নেতা দেওয়ান ফেরদৌস হাসান, নজিপুর পৌর বিএনপির নেতা মর্তুজা রেজা, সাবেক ভিপি আবু তাহের চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা সাফেল মাহমুদ, নওগাঁ জেলা কৃষক দলের সদস্য ফিরোজ হোসেন, আমাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সবুর খান, নজিপুর পৌর বিএনপির নেতা শরিফুল ইসলাম, দিবর ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান, পাটিচরা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ, জেলা ছাত্র দলের নেতা রাকিবুল হাসান, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আখতার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর এবং ১১ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠের নেতা-কর্মীগণ। অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং নেক হায়াত দান কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

 

মন্তব্য করুন