প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৬:১৪ পিএম

অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে ভাসমান লাশ উদ্ধার


মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ


পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় উপজেলার করতোয়া নদী থেকে ভেসে আসা লাশ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে এক গরু ব্যবসায়ীর  মৃত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিএসএফ তাকে মেরে নদীতে ফেলে দিয়েছে। নিহত ব‍্যক্তি  উপজেলার দেবনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের তবিবর রহমানের পুত্র মানিক হোসেন (৩০)।
স্থানীয় ইউপি সদস্য আইবুল হক জানান, ১৬ আগষ্ট ২০২৫, শনিবার সকালে স্থানীয়রা বালু  তুলতে নদীতে গেলে লাশটি ভেসে আসতে দেখে, পরে লাশের কাছে গেলে লাশটি পরিচয় শনাক্ত করতে পাড়ে ।
তিনি আরো জানান, মৃত মানিক হোসেন পেশায় পাথর ব্যবসায়ী ছিলেন এবং মাঝে মাঝে চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। মৃত ওই ব্যক্তি বিগত চারদিন থেকে এলাকায় নিখোজ ছিলেন। চারদিন আগে বিএসএফ এবং বিজিপির পতাকা বৈঠকে মৃত ব্যক্তির অবস্থান জানতে চাইলে উভয় পক্ষেই কোনো  তথ্য দিতে পারে নাই।স্থানীয় শ্রমিকদের মতে ভেসে আসা লাশের গলায় গাছের শিকর দিয়ে বাধা ছিলো।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া বলেন ঘটনাস্থলে তদন্ত অফিসার রয়েছেন।  প্রাথমিক সুরতহালে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন