
প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ
আবু ছাইদ, চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার পৌরসভার ০৭নং ওয়ার্ডের কুলিপাড়া নামক এলাকা থেকে ৫০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ আশিকুর রহমান (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
বৃহস্পতিবার ২১শে আগষ্ট দুপুরে রেলওয়ে স্টেশন সংলগ্ন কুলিপাড়াস্থ নিজ বাড়ি থেকে ৫০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আশিকুর রহমান চিকনমাটি ০৭নং ওয়ার্ড কুলিপাড়া নিবাসী মৃত আকবর আলীর ১ম পুত্র।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গণেশ চন্দ্রের নের্তৃত্বে চিকনমাটি ৭নং ওয়ার্ড কুলিপাড়াস্থ আশিকুরের নিজ বাড়ি থেকে ৫০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ
গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন