
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছে। সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শান্তিনগর এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলো কামালদিয়া গ্রামের আব্দুর রবের ছেলে সোহাগ ও লাল মিয়ার ছেলে রাজন শেখ।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে রাজন তার নিজ মোটরসাইকে সোহাগকে নিয়ে আলীপুরের দিকে আসছিল। পথে শান্তি নগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদুতিক খুটির সাথে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ধারণা অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ।
মন্তব্য করুন