
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজবাড়ী পাংশা উপজেলার মাছপাড়া ও যশাই ইউনিয়নের মাঝে নির্মিত ব্রিজের সংযোগ সড়কটি ভেঙ্গে বেহাল দশায় পরিনিত হয়েছে । ফলে সংযোগ সড়কটি দিয়ে যানবাহন চলাচল মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে । ঝুঁকিপূর্ণ সংযোগ সড়কটিতে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাছপাড়া ও যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে ক্যানেল ওপর নির্মিত ব্রিজের পূর্ব পাশে সড়কটির দুই পাশ ধ্বসে পড়েছে । এতে যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে । ঝুঁকিপূর্ণ সংযোগ সড়কটি দিয়ে সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিক্সা সহ অনেক যানবাহন মারাত্মকভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায়।
এই সড়কটি কুষ্টিয়ার খোকসা উপজেলা ও রাজবাড়ী পাংশা উপজেলার যোগাযোগের সহজতম মাধ্যম।
জানা গেছে, প্রায় আট বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয় এবং তার এক বছর পর সড়কটি পাকা করা হয়। এরপর সড়কটির আর সংস্কার কাজ করা হয়নি। দীর্ঘ দিন অতিবাহিত হওয়ায় সড়কটিতে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে পড়ছে দুর্ঘটনায় । এছাড়া অজানা চালকরা ভারি বা মাঝারি ধরনের গাড়ি নিয়ে এসে পড়ে বিপাকে ।
চালকেরা জানায়, ভেঙ্গে যাওয়া এই সংযোগ সড়ক দিয়ে গাড়ি চালানো অনেক কষ্ট কর। এবং পারাপারের সময় গাড়ি উল্টে খাদে পড়ে যাত্রীদের মারাত্মকভাবে আহত হওয়ার মতো ঘটনা ঘটেছে অনেকবার । এমন অবস্থায় সড়কটির দ্রুত সংস্কারের দাবী জানান তারা ।
পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হাসান বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি অতি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন