বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪, ০২:৪৮ এ এম

অনলাইন সংস্করণ

নতুন উদ্যোগ নিল ওটিটি প্লাটফর্ম চরকি

ছবি-মো: জাকির হোসাইন

এবার দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকির সাথে যুক্ত হলো ফিল্ম সিন্ডেকেট নামে ভীনদেশী এক প্রতিষ্ঠান। মুলত 

দেশীয় কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতেই চরকির নতুন এই উদ্যোগ। 


প্রতিষ্ঠানটি আগামী তিন বছর ফিল্ম সিন্ডিকেট নামের এই প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করবে। নির্মাণ করবে ১০ টি ওয়েব সিরিজ। যেখানে সুযোগ পাচ্ছে আরো নতুন নতুন গল্পকাররা।


বুধবার বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ খবর জানায় চরকি কর্তৃপক্ষ। সেখানে চরকি’র সিইও রেদওয়ান রনি জানান, আগামী তিন বছর ১০ টি ওয়েব সিরিজ চরকির মাধ্যমে দর্শকদের উপহার দেবে ফিল্ম সিন্ডিকেট।


এ সময় রেদওয়ান রনি আরও বলেন, কোলাবরেশন সব সময় সুফল বয়ে নিয়ে আসে। আশা করছি সিন্ডিকেটের সঙ্গে চরকির এই কোলাবোরেশনে সুফল আসবে। চরকি একাধিক কারেন্সির মাধ্যমে চরকি উন্মক্ত তাই বাংলাদেশের পাশাপাশি বিদেশ থেকেও চরকি ভালো কারেন্সি পাচ্ছে। গতমাসে চরকির আয়ের ৫০ শতাংশ এসেছে দেশের বাইরে থেকে। শিগগির চরকি তাদের কার্যক্রম শুরু করবে নেপালও শ্রীলঙ্কায়।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও । তিনি জানালেন , ওয়েব ও ওটিটির কল্যাণে ৭০ বছরের আগের সেই সমৃদ্ধযুগ আবার ফিরে আসছে। যে কজন নির্মাতাকে নিয়ে চরকি আগামী তিন বছরে ১০টি কনটেন্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে সেটি অত্যন্ত আধুনিক। সেই সাথে তিনি শোনালেন রেদওয়ান রনি কে নিয়ে চরকি শুরুর গল্প ।


প্রোডাকশন হাউজটির নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী বলেন, কনটেন্ট নির্মাণকে পেশা হিসেবে নিতে আগে ঝুঁকি ছিল। আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু কোথায় খেলবো? ঠিকঠাক মাঠ পাচ্ছিলাম না। চরকি আমাদের মনখুলে খেলার সুযোগ করে দিল।


নির্মাতা তানিম নূর বলেন, ওটিটি আমাদের স্বাধীনতাভাবে গল্প বলার স্বাধীনতা দিয়েছে। আমরা যারা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে গল্প বলায় পিছিয়ে ছিলাম তাদের জন্য ওটিটি আশীর্বাদস্বরূপ।


সংবাদ সম্মেলনে জানানো হয় , ইতোমধ্যে ফিল্ম সিন্ডিকেট থেকে নির্মাতা শাওকী একটি ওয়েব সিরিজ শুটিং শেষ করে ফেলেছেন। আরো কয়েকটি কাজের শুটিংয়ে নামার প্রস্তুতি চলছে।


উল্লখ্য, এর আগে ফিল্ম সিন্ডিকেট থেকে উনলৌকিক, তকদীর, কাইজার, কারাগার এর মতো জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ নির্মিত হয়েছে।

মন্তব্য করুন