
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ
রাজবাড়ীতে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে এক ভূয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান।
ওই ভূয়া সাংবাদিকের নাম নাজমুল হাসান মিন্টু। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মোহাম্মদ ভূইয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান জানায়, গ্রেপ্তারকৃত ওই যুবক সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল।
এছাড়াও চাকুরি,সালিশ বিচার ও কোন আসামি গ্রেপ্তার হলে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেও টাকা আদায় করে আসছিল।
এবিষয়ে সদর থানায় কয়েটি লিখিত অভিযোগও আসে। এমন অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ শহরের আনছার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে ভূয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড এবং প্রতারণা করা বিভিন্ন ব্যক্তির ভোটার আইডি জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন