
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১০ টাকায় ইফতার বাজার পেলো ৩শ পরিবার। আজ শনিবার সকালে টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া মাঠে এ ইফতার বাজারের আয়োজন করে “বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন”।
এদিন তিনশত পরিবারের মাঝে এ ইফতার পন্য তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।
সকাল সাড়ে ৭ টার দিকে ইফতার বাজারে নারী-পুরুষের ঢল নামে। এরপর সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে ইফতার বাজারের স্টল থেকে ঘুরে কিনেছেন পণ্য। এ আয়োজনের পরিচালনা করেন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা।
এই সংগঠনের যাত্রার ছয় বছরে মধ্যে ৭ হাজারেরও বেশি মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। করোনার মধ্যে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে খাবার। বন্যার্ধদের মাধ্যমে দিয়েছি ত্রান। শীতার্তদের মাঝে দিয়েছে কম্বল। এছাড়া প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের দিয়েছি সম্মাননা ও বৃত্তি।
মন্তব্য করুন