শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৪, ১২:৩৪ এ এম

অনলাইন সংস্করণ

মিয়ানমারে পাচার হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী; অস্ত্রসহ আটক ১

ছবি: রূপালী বাংলাদেশ

অবৈধভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারকালে কক্সবাজারের চকরিয়া চরণদ্বীপ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-কার্তুজ, দেড় লক্ষাধিক পিস ঔষধ এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল অকটেন, ভোজ্য সয়াবিন তৈল, ছোলাবুট ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে।

র‌্যাব জানায়, গত ১৭ মার্চ সকাল সাড়ে ৬ টার সময় জ্বালানী তৈল অকটেন, ঔষধ ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিপুল পরিমাণ পণ্যসামগ্রী কক্সবাজারের চকরিয়ার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকাস্থ চারাইল্যার মুখ ভান্ডারী ঘোনার পাশে আব্দুর ছফুর এর চিংড়ির ঘেরে মজুদ করে। 

এখবরের ভিত্তিতে র‌্যাব-১৫ ওই এলাকায় বিশেষ অভিযান একজন পাচারকারীকে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করে। এসময় ৩/৪ জন পাচারকারী দ্রুত পালিয়ে যায়। চিংড়ি ঘের থেকে ২ হাজার লিটার অকটেন, ৩৩০ লিটার সয়াবিন তেল, ৪৫০ কেজি ছোলা, ৫০ কেজি চিনি ও বিভিন্ন প্রকারের ১ লাখ ৫৭,৮০০ পিস ঔষধ জব্দ করা হয়।

সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী চক্র বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, জ্বালানী তৈল ও ডিজেল অবৈধভাবে চোরাচাইপথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচার করছে। 

এতে করে একদিকে যেমন সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, অপরদিকে, দেশীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, অকটেন, ডিজেল ইত্যাদি মিয়ানমারে পাচারের কারণে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন