
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪, ১২:০৩ এ এম
অনলাইন সংস্করণ
যশোরে ৩ কেজি ৩শ গ্রাম ওজনের ৩২ পিস স্বর্ণের বারসহ শহিদুল্লাহ ও সুমন নামে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। আটককৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।
অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বিপুল পরিমাণ সোনার বার নিয়ে ঢাকা থেকে বেনাপোলে যাচ্ছে সোনা চোরাকারবারিরা, এমন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তথ্য অনুযায়ী দুপুর আনুমানিক ২টার দিকে একটি সন্দেহজনক প্রাইভেটকারের তল্লাসি চালিয়ে ৩২ পিস সোনার বার উদ্ধার করা হয়।
এসময় যশোরের শার্শা উপজেলার বাসিন্দা শহিদুল্লাহ ও সুমন নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন