রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪, ০৮:৩২ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহীর বাঘায় এক হাজার পিস ইয়াবাসহ নাসির উদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৮ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। মো: নাসির উদ্দিন পাকুরিয়া গ্রামের মৃত সামাদ আলী ওরফে মাজেদ আলীর ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন জানান, পাকুরিয়া কারিগরপাড়া টু পাকুরিয়া খেয়াঘাটগামী আম বাগানের পূর্ব পাশে ইয়াবা বিক্রি করছিল নাসির উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা ডিবি’র এসআই মো: আব্দুর রহিম ও তার দল অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করে। 

এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর নাসির উদ্দিন জেলহাজতে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন