
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪, ১২:১০ এ এম
অনলাইন সংস্করণ
হঠাৎ করেই সারা দেশের হাট-বাজার গুলোতে বেগুনের গায়ে আগুন লেগেছে। উচ্চ মূল্যের এই সবজি কিছুদিন আগেই বিক্রি হয়েছে ৩০-৪০ টাকা কেজি দরে যা এখন বিক্রি হচ্ছে মাত্র ১০-১৫ টাকা কেজি দরে।
সমালোচনার ঊর্ধ্বে থাকা এই বেগুন নিয়ে আরো একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলায়।
বেগুন কাটতেই দেখা মিলেছে মহান সৃষ্টিকর্তা আল্লাহর নাম। চলছে আত্মশুদ্ধির মাস মাহে রমজান, সারা দিন রোজায় থেকে ইফতারের জন্য বাজার থেকে কিনে আনা একটি বেগুন দিয়ে তৈরী করা হচ্ছিলো বেগুনী। আজব করা বিষয় হলো বেগুনটি কাটতেই দেখা মিললো আরবি হরফে সাজানো আল্লাহ নামটি, পরে খবরটি জানাজানি হলে ঐ এলাকায় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা বলছেন এটা আল্লাহর একটি কুদরতি ক্ষমতাবল।
শনিবার (১৬ মার্চ) বিকালে মহেশপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আজিজা খন্দকার বেগুনী তৈরীর জন্য একটি বেগুন কাটলে তিনি আরবি হরফ সাদৃশ্য দেখতে পান, বেশ কয়েকটি ফালি করার পর তিনি বুঝতে পারেন এটা আরবি হরফে লেখা আল্লাহর নাম। এরপর তিনি পরিবারের সবাইকে দেখালে তারা বেগুনটি যন্ত করে রেখে দেয়। প্রতিবেশীরা সহ দূরদুরান্ত থেকে এক নজর এ দৃশ্য দেখার জন্য অনেকে ভিড় করছেন আজিজা খন্দকারের বাড়িতে।
জানা যায়, গত শুক্রবার স্থানীয় কুকুরপোতা বাজার থেকে আজিজা খন্দকারের ছেলে রাজু ১৫ টাকা দিয়ে এক কেজি বেগুন কিনে আনেন ইফতারে বেগুনী বানানোর জন্য।
তিনি বলেন, এটি আল্লাহর একটি অলৈকিক নিদর্শন ছাড়া আর কিছুই নয়। একই সাথে আল্লাহর এ নিদর্শন পাওয়া তাদের পরিবারের জন্য আর্শিবাদ সরুপ বলে মনে করছেন আজিজা রহমান।
মন্তব্য করুন