রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪, ০৮:০৫ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ছবি সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে এক'শ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

মঙ্গলবার ১৯ মার্চ রাত নয়টা পঞ্চাশ মিনিটের দিকে জেলার গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রাম হতে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ আটককৃতরা হলেন, গোদাগাড়ী থানার শীমন্তপুর গ্রামের মো: আরিয়ান (১৯), তার বাবার নাম মো: রফিকুল আলম, মো: মিজানুর রহমান মমিন (১৯) তার বাবার নাম মো: আব্দুল পাভেল ও মো: ওসমান গণি, বাবার নাম শহিদুল ইসলাম।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি’র এসআই মো: রেজাউল করিম ও তার দল গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর সাকিনের উপজেলা পশু হাসপাতাল সংলগ্ন ডাইংপাড়ায় অভিযান চালিয়ে এক'শ গ্রাম হেরোইনসহ তিনজনকে হাতে-নাতে আটক করে। 

এঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন