
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি বলেছেন, পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরতে দেশপ্রেম দায়িত্ববোধের মাধ্যমে সকল দপ্তরকে সমন্বয় প্রয়াসে কাজ করতে হবে।
মন্ত্রী বৃহস্পতিবার ২১ মার্চ দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর উদ্যোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা সমূহের কর্মকর্তাদের সাথে কউক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কউক চেয়ারম্যান কমডোর (অব:) মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য এম এ লতিফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো নবীরুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় কউক সদস্য প্রকৌশল লে. কর্ণেল তাহসিন বিন আলমসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত জোন,কউক, নগর উন্নয়ন অধিদপ্তর-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরও বলেন,একটি মহাপরিকল্পনার মাধ্যমে কক্সবাজারকে উন্নত ও সমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
মন্তব্য করুন