কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৪, ০৯:০৫ পিএম

অনলাইন সংস্করণ

৪ সন্তানের জননী মামিকে নিয়ে পালিয়েছে ভাগ্নে!

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ৪ সন্তানের জননী মামিকে নিয়ে পালিয়েছে আপন ভাগ্নে পাভেল মিয়া (২৩)। তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার ৭ দিন পর স্বামী (যুবকের মামা) বুধবার রাতে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে প্রেমিক পাভেল। এ ঘটনার ৩ মাস আগেও পালিয়ে গিয়ে পাভেলের সঙ্গে ১ মাস সংসার করেছে ওই গৃহবধূ বলে জানালেন স্বামী। সে সময় এলাকার চেয়ারম্যান, মেম্বার তাকে বুঝিয়ে স্বামীর সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। তখন ওই গৃহবধূ (মামি) অঙ্গীকার করেছিল এমন ঘটনা আর কোনদিন করবেন না। সংসারে ফিরে এসে ১ মাস না যেতেই দ্বিতীয়বারের মত ঘটনার পূর্ণরাবৃত্তি ঘটায় তারা।

এ বিষয়ে মামা (যুবকের মামা) সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের ১৯ অক্টোবর আমি পারিবারিকভাবে বিয়ে করেছি। ১০ বছরের সংসারে আমার ৪ ছেলে হয়েছে। আমাদের সংসার সুখেরই ছিল। আমি গ্যারেজ ব্যবসা ও কবিরাজি করে ভালো আয় করি। আমার সংসারে কোনো অভাব নেই। আমি জানতাম না স্ত্রী আমার আপন ভাগ্নের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে। হঠাৎ করে সে গত তিন মাস আগে আমার ভাগ্নে পাভেলের সঙ্গে পালিয়ে যায়। অনেক চেষ্টা করে শ্বশুরবাড়ির সহযোগিতায় তাকে সংসারে ফিরিয়ে নিয়ে আসি। ১ মাস পার না হতেই আবারো ১৪ মার্চ একই ঘটনা ঘটিয়েছে তারা। আমার তিন সন্তানকে বাড়িতে রেখে, আড়াই মাসের সন্তানকে সঙ্গে নিয়ে গেছে। এখন তিন সন্তান নিয়ে আমি বিপদে আছি। ঘটনার পর থেকে খোঁজে না পেয়ে বুধবার থানায় জিডি করেছি।

 

ভৈরব থানার ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে থানায় জিডি হয়েছে। তার স্ত্রী সাবালিকা। এক্ষেত্রে পুলিশের ভূমিকা অনেকটা থাকে না। কারণ পুলিশ আইনের বাইরে কিছুই করতে পারে না। স্থানীয়ভাবে চেয়ারম্যান, মেম্বার এসব ঘটনা মীমাংসা করতে পারে। তার জিডি দিয়ে নিখোঁজের বিষয়টি আমরা তদন্ত করবো।

মন্তব্য করুন