নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪, ০৭:৫০ পিএম

অনলাইন সংস্করণ

গোগনগরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে ভর্তি ৪

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (২২ মার্চ) ভোরে উপজেলার গোগনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ইফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে জানতে পারি, ছিনতাইয়ের অভিযোগে গোগনগরে ৪ ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। অভিযুক্ত ৪ ব্যক্তিকে পুলিশ নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে। তারা আপাতত চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা চেষ্টা করছি তাদের পরিচয় জানার জন্য।

মন্তব্য করুন