
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. আব্দুল ওয়াসেক চুন্নু মিয়া (৭৮) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি কটিয়াদী পৌর সভার পশ্চিম পাড়া মহল্লার মৃত মো.আব্দুল মন্নাফ মিয়ার পুত্র।শুক্রবার বিকাল ৩টায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মো. আব্দুল ওয়াসেক চুন্নু মিয়ার জানাজায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এড. সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. এম.এ আফজল হোসেন, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোঃ মোস্তাকুর রহমান, কটিয়াদী পৌরসভার মেয়র মোঃ শওকত উসমান, আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু, কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক বাবুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশা জীবি সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, আব্দুল ওয়াসেক চুন্নু মিয়া গত ১ মার্চ শুক্রবার ফজরের নামাজের পর কলেজ রোডে হাঁটার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার শরীরের অবস্থা গুরুতর হওয়ায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য ঐ দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন