ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪, ১১:৪১ পিএম

অনলাইন সংস্করণ

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পর্দা উঠলো আইপিএলের

ছবি সংগৃহীত

অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭ তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে হয় এ জমকালো আয়োজন। সেখানে সঙ্গীত ও নাচ পরিবেশন করেন ভারতীয় তারকা গায়ক ও অভিনেতারা। উপস্থিত ছিলেন বোমান ইরানি, অক্ষয় কুমার, টাইগার শ্রুফ, সোনু নিগম, অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই মোটরবাইকে করে টাইগার শ্রফকে নিয়ে স্টেডিয়াম প্রদক্ষিণ করেন বলিউড তারকা অক্ষয় কুমার। তার পেছনে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন টাইগার। অক্ষয় কুমারের এরিয়াল এন্ট্রি দর্শকদের বিমোহিত করে। অনুষ্ঠানে সুরের জাদু ছড়ান সঙ্গীতশিল্পী সোনু নিগম ও এ আর রহমান।

উল্লেখ্য, আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি।

মন্তব্য করুন