
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল নির্মূলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালালের উৎপাত বেড়ে চলছিল। রোগীদের অভিযোগের ভিত্তিতে আজ শনিবার দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মেহেদী হাসান।
এসময় জুয়েল রানা নামের এক দালালকে আটক করা হয় এবং তাঁর পকেট থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাধারণ রোগীদের ঠকিয়ে দালালি করার অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
এদিকে হাসপাতাল চত্বরে ভ্যাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে সটকে পরেন দালালেরা।
মন্তব্য করুন