জিয়াউর রহমান সুমন

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৪, ০৫:৫৯ এ এম

অনলাইন সংস্করণ

অরবিন্দ সমাজপতির লেখায় লগ্নার নতুন গান

অরবিন্দ সমাজপতি ও রাহিদা লগ্না। ছবি রূপালী বাংলাদেশ

গীতিকার অরবিন্দ সমাজপতি লেখায় কণ্ঠশিল্পী রাহিদা লগ্নার নতুন গান 'পাগোল বানাইয়া দিয়া গেলিরে বন্ধু' কলকাতা থেকে প্রকাশ করা হয়েছে।  

গেল ১৬ মার্চ গানটি শিল্পী ক্যাসেট ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পায়। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন গীতিকার নিজেই । সংগীতায়োজনের পুরো কাজই করেছেন কলকাতার সায়ন গুহ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তারাশোভন ঘোষ। গানটি কলকাতার লেকটাউনের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং করা হয়েছে। 

এ প্রসঙ্গে রাহিদা লগ্না বলেন, ভারতের এক অনুষ্ঠানে এই গানের গীতিকার সুরকার অরবিন্দ দাদা আমার গান শুনেন এবং আমাকে এই গানের প্রস্তাব দেন। আমারও গানটা ভালো লাগে তারপর গানটা করে ফেলি।

তিনি আরো বলেন, ভারতে বিভিন্ন সময় গান গেয়েছি। তবে সেখান থেকে গান প্রকাশ এটাই প্রথম। দারুণ কথামালার একটি গান এটি। সুর, সংগীত-সব মিলিয়ে দারুণ হয়েছে। গানটি প্রকাশ পাওয়ার সাথে সাথে অনেকের প্রশংসা পাচ্ছি।

এ প্রসঙ্গে গীতিকার অরবিন্দ সমাজপতি বলেন, বাংলাদেশে ও কলকাতা আলদা করে দেখার সুযোগ নেই। আমরা দুই দেশে সংস্কৃতি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে আছে। লগ্না দারুণ গায়কী আমাকে মুগ্ধ করে। আমার গানের ক্ষেত্রে তাকে উপযুক্ত মনে হয়েছে। ওর কণ্ঠের স্বকীয়তা ও স্বর যথেষ্ট মানসম্পন্ন।

রাহিদা লগ্নার সংগীত ক্যারিয়ার দীর্ঘদিনের। তিনি ছোটবেলা থেকেই গান শিখেছেন। পড়াশোনার পাশাপাশি গানেও তার সাফল্য সবসময় বহমান ছিল।

ছোটবেলা থেকেই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হিসাবে গান করে আসছেন। সংগীত জীবনে পারিবারিক ঝামেলায় কিছুটা ছেদ পড়লেও গান চর্চায় মনোযোগী ছিলেন এবং অল্প অল্প করে সবসময় গান নিয়ে এগিয়েছেন। তিনি বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিতভাবেই গান গেয়ে আসছেন। 

বাংলাদেশের অসংখ্য গুণী গীতিকার ও সুরকারের গান গেয়েছেন লগ্না। তাদের সংস্পর্শ তার গানকে সমৃদ্ধ করেছে বলে তিনি মনে করেন।

নিয়মিত তার কন্ঠের গান প্রকাশ হয়। এর আগে তার কণ্ঠে দেহতরী, জল, ভালো হবে না রে শিরোনামের একাধিক গান দর্শক নন্দিত হয়েছে। সামনে আরও কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। 

মন্তব্য করুন