
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
ব্রিটিশ বিরোধী সংগ্রামী ও টংক আন্দোলনের কিংবদন্তি নারী নেত্রী কমরেড কুমুদিনী হাজং (১০১) আর নেই। শনিবার (২৩ মার্চ) দুপুর ১:৪০ মিনিটে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার সকাল ১০ টায় সোমেশ্বরী নদীর ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে দুর্গাপুরে শোকের ছায়া নেমে এসেছে। দুর্গাপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার স্মৃতির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ।
কুমুদিনী হাজং এর মৃত্যুতে শোক জানিয়েছেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা. দিবালোক সিংহ,ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক গীতিকবি সুজন হাজং, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, দুর্গাপুর থানা, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, দুর্গাপুর সাংবাদিক সমিতি, জাতীয় হাজং সংগঠন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন, আদিবাসী ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা কুমুদিনী হাজং এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এই মহীয়সী নারী মৃত্যুকালে দুই ছেলে,দুই মেয়ে,নাতী- নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।।
মন্তব্য করুন