
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ
রাজবাড়ী পাংশায় ১১০ পিস ইয়াবা ও ২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার মাছপাড়া ও বাবুপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- উপজেলার রামকোল বাহাদুরপুর গ্রামের খয়বর মৃধা ছেলে মোমিন মৃধা মেজর (৩৬) ও ভুরকুলিয়া গ্রামের আলীমুদ্দিন বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৪৫)।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন