সিলেট ব্যুরো

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪, ১০:৪২ পিএম

অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধে মণিপুরীদের অবদান অবিস্মরণীয়; প্রতিমন্ত্রী শফিক

ছবি: রূপালী বাংলাদেশ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা অর্জনে মণিপুরী সম্প্রদায়ের অবদান অবিস্মরণীয়। সিলেট বিভাগের চারটি জেলায় মণিপুরী সম্প্রদায়ের অধিকাংশেরই বাস। এদেশের সব আন্দোলন-সংগ্রামে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সিলেটে সোমবার (২৫ মার্চ) জেলা পরিষদ মিলনায়তনে মণিপুরী ইয়ুথ ফোরাম বাংলাদেশ আয়োজিত মণিপুরী সম্প্রদায়ের বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

এল. ইবুংহাল সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, ভাষা গবেষক এ কে শেরাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার এ স্বাধীনতা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রকে সংবিধানে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে কাজ শুরু করেন। কিন্তু মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে নানা অপশক্তি জাতির পিতার সে স্বপ্ন ভেঙ্গেচুড়ে দেয়।  বাংলাদেশকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে পেছনে টেনে নিয়ে যাওয়া হয়।

স্বাধীনতাবিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সম্মিলিত অংশগ্রহণ আহ্বান করেন প্রতিমন্ত্রী।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৈদেশিক চাকরি বিষয়ক মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

 

মন্তব্য করুন