নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৪, ০১:০৪ পিএম

অনলাইন সংস্করণ

দেশি-বিদেশীদের ষড়যন্ত্রের কারনে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়: রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম

দীর্ঘদিনের যন্তনা, অবহেলা, বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এ দেশকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র মধ্য দিয়ে পায়ে পায়ে এগিয়ে এসেছি আমরা।

বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছিল সে সময় দেশি এবং বৈদেশিক ষড়যন্ত্রের  কারনে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। চেষ্টা করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য। স্বাধীনতাকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য। তাদের সেই চেষ্টা সফল হয় নাই।

মঙ্গলবার ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।নেতা দের যদি সৎ ইচ্ছা থাকে দেশের প্রতি ভালোবাসা থাকে তা হলে সীমিত সামর্থ্যের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা প্রমাণ করেছেন। ষড়যন্ত্র কারীরা কখনো সফল হতে পারবে না ইনশাআল্লাহ। নতুন প্রজন্ম স্বাধীনতার প্রতি যেভাবে উদ্বুদ্ধ দেশের অগ্রগতি কোন সময় থামিয়ে রাখা যাবে না।

মন্তব্য করুন