আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৪, ০৫:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ব্রিজ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট কী ব্রিজ একটি বড় জাহাজের সাথে সংঘর্ষের কারণে ভেঙে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে অন্তত সাত ব্যক্তি ও অনেক গাড়ি পাতাপস্কো নদীতে পড়ে গেছে। তাই বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘রাত দেড়টার দিকে জাহাজটি সেতুতে ধাক্কা খায়। এতে জাহাজটি ডুবে যাওয়ার আগে আগুন ধরে যায়। এর ফলে একাধিক গাড়ি পানিতে পড়ে যায়।’

ম্যারিল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, ‘আই-৬৯৫ কি ব্রিজের ঘটনার জন্য সব লেন বন্ধ করে দেওয়া হয়েছে। যান চলাচল ঘুরিয়ে দেওয়া হচ্ছে।’

বাল্টিমোরের মেয়র জানিয়েছেন, জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে।

বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের যোগাযোগ পরিচালক কেভিন কার্টরাইট রাত ৩টার দিকে বার্তা সংস্থা এপিকে জানান, জরুরি বিভাগের কর্মীরা পানিতে পড়ে যাওয়া অন্তত সাতজনকে খুঁজছেন।

তিনি বলেন, ‘রাত দেড়টার দিকে ৯১১ নম্বরে কল আসে। তারা খবর পায় বাল্টিমোর থেকে বহির্গামী একটি জাহাজ ব্রিজের একটি কলামে ধাক্কা খেয়েছে। দুর্ঘটনাটি ঘটার সময় ব্রিজের ওপর একাধিক যানবাহন ছিল।’

কার্টরাইট আরও বলেন, ‘বর্তমানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভুক্তভোগীদের উদ্ধার। কতজন দুর্ঘটনার মুখে পড়েছে তা এখনও জানা যায়নি।’ তবে একে তিনি ‘ক্রমবর্ধমান গণহতাহতের ঘটনা’ বলে অভিহিত করেছেন।

মন্তব্য করুন