
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে রাকিব চৌধুরীর মিউজিক্যাল ফিল্ম 'ভালোবাসার আরেক নাম তুই'।
গানটি রাকিব চৌধুরী নিজের কথা ও সুর করছেন। আর সঙ্গীত আয়োজনে ছিলেন রোজেন রহমান। ভালোবাসার আরেক নাম তুই গানটির শুটিং কাজ রাজবাড়ীর বিভিন্ন মনোরম লোকেশনে সম্পুর্ন হয়েছে।
নওগাঁ জেলার দুবলহাটি রাজবাড়ীর রাজা হরনাথ রায় চৌধুরীর পারিবারিক গল্প অবলম্বনে মিউজিক ফিল্মটি চিত্রায়িত।
চমৎকার একটি ভিন্নধর্মী গল্পে সাজানো হয়েছে।
এ প্রসঙ্গে শিল্পী রাকিব চৌধুরী বলেন, কালের সাক্ষী রাজা হরনাথ রায় চৌধুরীর বিশাল প্রাসাদ ও তার জীবন গল্প তুলে ধরা হয়েছে এই ফিল্মে। এতে রাজার নাতনী চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী তান। আশা করছি সকলের কাছে ভালো লাগবে।
মন্তব্য করুন