
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ
ভোলার তেতুলিয়া নদীতে পৃথক অভিযান চালিয়ে দুইটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১৪০০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। কোস্ট গার্ড দক্ষিণ জোনের সেকশন কমান্ডার মো: শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ মার্চ) রাতে ভোলা সদর উপজেলার হাজীরহাট এলাকায় তেতুলিয়া নদীতে একটি অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ৯টার দিকে ভোলা সদরের হাজীরহাট এলাকায় তেতুলিয়া নদীতে রাসেল-৫ ও এম ভি জাহিদ নামের দুইটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় অবৈধভাবে মাছ ধরার সময় অবৈধ নিষিদ্ধ চিংড়ি, পোয়া ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির ৯২০০ কেজি মাছ জব্দ করেছেন কোস্ট গার্ডের সদস্যরা।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) এইচ, এম, এম হারুন-অর-রশদি জানান, এ সময় জব্দকৃত মাছের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছ মৎস্য অফিসার রবিউল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
এ ছাড়া সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোস্ট গার্ড ইলিশা সেকশন কমান্ডার মো: আলমগীর হোসেনের নেতৃত্বে কোস্ট গার্ডের সদস্যরা ইলিশা ফেরিঘাট সংলগ্ন কার্নিভাল ক্রুজ লঞ্চে একটা বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ওই লঞ্চে তল্লাশি চালিয়ে ৪৮০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।জব্দকৃত মাছ সিনিয়র মৎস্য অফিসার মো: নিজামের সাথে সমন্বয় করে স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
মন্তব্য করুন