মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০১:৫৪ এ এম

অনলাইন সংস্করণ

শিবচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ১০ শিক্ষার্থী

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে কলেজছাত্রীদের ইভটিজিং-এর প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত হয়েছে অন্তত ১০ শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, স্বর্ণালী আক্তার, শিফা আক্তার, মোসা. মাকসুদা, সজিব খান, তানভীর রায়হান, সজিব শেখ, বিয়াদুল ইসলাম। বাকিদের নাম পাওয়া যায়নি।

আহতরা সবাই শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীরা।


আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যোগদান শেষে নিজ নিজ এলাকায় ফিরছিল ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকার রবিন্দ্র শরবরের সামনে আসলে আকাশ, তামিম, শুভ নামে বেশ কয়েকজন বখাটে ওই কলেজের শিক্ষার্থীদের ইভটিজিং করে। এর প্রতিবাদ করায় আকাশের নেতৃত্বে কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আহত হয় অন্তত ১০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।


স্থানীয় বেশ কয়েকজন জানায়, হাতির বাগান মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নন্দকুমার ইনস্টিটিউট-এর শিক্ষার্থীদের সাথে ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীদের ছবি তোলা নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পরই ঘটে ইভটিজিং ও হামলার ঘটনা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আহত শিক্ষার্থীরা।


শিক্ষার্থী সেযুঁথি মন্ডল বলেন, আমাদের মেয়েদের প্রথমে উত্যক্ত করে। পরে আমাদের উপর অতর্তিক হামলা করে। এর বিচার চাই।
জাহাঙ্গীর হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ৮-১০জন তরুণ মেয়েদের উপর হামলা চালায়। পরে বাঁধা দিলে ছেলেদেরও পিটিয়ে আহত করে তারা।


আহত সজিব খান জানায়, নন্দকুমার ইনস্টিটিউটএর শিক্ষার্থী আকাশের নেতৃত্বেই এ হামলা চালায় তারা। আমাদের অনেকেই জখম করেছে। এর সুষ্ঠু বিচার চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব নিয়েছেন, বিষয়টি তিনিই সমাধান করবেন বলে জানা গেছে।


মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দুই পক্ষকেই ডাকা হয়েছে, শুনে এর সমাধান করা হবে। তবে, ভয়াবহ কিছু হয়নি।

মন্তব্য করুন