
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসার উদ্দিন ভূইয়ার সমর্থনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ বিকেলে মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চরডুমুরিয়া বাজার জামে মসজিদ ঈদগাঁ মাঠে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব।
এর আগে আলোচনা সভায় বক্তারা আফছার উদ্দিন ভূইয়াকে সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, চরাঞ্চালের ঐক্য বজায় রাখতে আফছার উদ্দিন ভূইয়ার বিকল্প নেই।
মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামীল সভাপতি ফরহাদ খানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক সামসুল কবির মাষ্টার, জেলা পরিষদের সদস্য আক্তারুজ্জামান জীবন, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী, মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী আক্তার হোসেন বেগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন ঢালী, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোক্তার হোসেন গাজী, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নু, সদর উপজেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন পিন্টু, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেন্টু বেপারী প্রমুখ।
মন্তব্য করুন