আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪, ০১:০৩ এ এম

অনলাইন সংস্করণ

লিবিয়ায় ৪ বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ দাবি

ছবি: রূপালী বাংলাদেশ

লিবিয়ায় হাসপাতালে চাকরির প্রলোভন দেখিয়ে চার বাংলাদেশি যুবককে দূর্বৃত্তরা অপহরণ ও নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে ও নির্দিষ্ট অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

এরপর ঐ চার যুবককে বাংলাদেশ থেকে দুবাই তারপর সিরিয়া, মিশর হয়ে লিবিয়ায় পাঠিয়ে তুলে দেয় সংঘবদ্ধ সিন্ডিকেটের হাতে।

লিবিয়াতে ঐ চারজনকে নির্যাতনের ভিডিও ধারন করে তাদের পরিবারের কাছে পাঠিয়ে চল্লিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ও ঐ চারজনকে মেরে ফেলার হুমকি দেন মুক্তিপণ দিতে ব্যর্থ হলে ।

অপহরণকৃত চারজনে জহিরুল ইসলাম নামে একজনকে চার লাখ বিশ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৮০ হাজার টাকা দিয়ে গত ১৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয় লিবিয়ার উদ্দেশ্য যাওয়ার জন্য।

ভ্রমন ভিসায় দুবাই নিয়ে গিয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুরের মিজান নামে এক লোকের হাতে তুলে দেন তাদেরকে জহিরুল। সবার পাসপোর্ট নিয়ে পেলে ৩দিন পর মিজান। দুবাই থেকে মিশরে এরপর লিবিয়া নিয়ে গিয়ে মিজান অন্য দালালের হাতে বিক্রি করে দেন ঐ চারজনকে।

অপহরণ হওয়া ৪ যুবক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের আব্দুর রহিমের ছেলে জাবেদুর রহিম ঝিনুক (২০) নুরুল আলমের ছেলে মোহাম্মদ ওয়াসিম (২১), মোজাহের মিয়ার ছেলে বোরহান উদ্দিন (১৯), জেবল হোসেনের ছেলে নাঈম উদ্দিন (১৮)। অপহরণকৃত সবাই একই গ্রামের বাসিন্দা।

বুধবার (২৭ মার্চ) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক ইমনের নিকট উক্ত ঘটনার লিখিত অভিযোগ করেন অপহরণকৃত চারজনের স্বজনরা।

তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

অপহরণকৃত একজনের ভাই শাহাব উদ্দিন জানান, তাদের নির্যাতনের বিভিন্ন ভিডিও ফুটেজ পাঠিয়ে বলেন বুধবার বিকাল ৩টার ভিতরে ৪জনের জন্য ১ লাখ টাকা করে পাঠাতে বলেন। ধাপে ধাপে বাকি দেওয়ার জন্য বলেন। এর ব্যাতিক্রম হলে একজন একজন করে ৪জনকেই হত্যা করবে বলেছে ।

এই ঘটনার পর তাদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ঐ গ্রামের আকাশ। 

মন্তব্য করুন