
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৪, ০২:১৫ এ এম
অনলাইন সংস্করণ
ঢালিউড সুপার স্টার শাকিব খানের জন্মদিনে প্রকাশ্যে এলো তার অভিনীত বিগ বাজেটের ছবি রাজকুমারে প্রথম গান। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি পাবে ঈদে প্রেক্ষাগৃহে।
গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম ও কোনাল। আসিফ ইকবালের কথায় গানটির সংগীত আয়োজন করেছেন আকাশ সেন। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।
‘রাজকুমার’ সিনেমার এই টাইটেল গানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে রোমান্স করতে দেখা গেছে শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গানের মতোই গানটি দর্শকদের হৃদয় ছুঁয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।
গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হিমেল আশরাফ নির্মাণ করছেন ‘রাজকুমার’। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে। যেটাই ভিডিওতে ফুটে উঠেছে।
মন্তব্য করুন