
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০৪:৫২ এ এম
অনলাইন সংস্করণ
স্টার কিড হিসেবে জনপ্রিয় হয়েছে উঠেছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহা। মাঝে মাঝেই খবরের শিরোনাম হয় সে। তবে এবার যে খবর এলো তাতে নিঃসন্দেহে অবাক করার মতো। দেড় বছর বয়সে বাংলাদেশি ৩৩০ কোটির টাকার মালিক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে মুম্বাইয়ের পালি হিলস এলাকায় বাস্তু অ্যাপার্টমেন্টের নয় তলায় থাকেন ‘রণলিয়া’। এই আবাসনে আলিয়ারও একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ কোটি টাকা। (বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকা)।
এদিকে গত তিন বছর ধরে বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন এই তারকা দম্পতি। দাদা রাজ কাপুরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুনভাবে তৈরি করছেন তারা।
কাজ প্রায় শেষ, খুব শিগগিরই নিজেদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া।
আর এই বাংলোর আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি রুপি তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকা।
কারণ, শাহরুখ খানের ‘মন্নত’ ও অমিতাভ বচ্চনের ‘জলসা’র সমপরিমাণ বাজারমূল্য এই ‘কৃষ্ণা রাজ’বাংলোর।
বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, নিজেদের উপার্জনের অনেকটা অর্থই ‘কৃষ্ণা রাজ’বাংলোতে বিনিয়োগ করছেন ‘রণলিয়া’। আর বাংলোটি ইতোমধ্যেই মেয়ে রাহার নামে করে দিয়েছেন তারা।
সে হিসেবে রাহা কাপুরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান।
আপাতত ২৫০ কোটি রুপির কথাই জানা পাপারাজ্জিদের। রাহা হয়ত এর থেকেও বেশি অর্থের মালিক।
মন্তব্য করুন