
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ
নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার ৩ শত উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হইতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
৩০ মার্চ শনিবার বিকালে উপজেলা পরিষদ মাঠে এসব ঈদ উপহার বিতরণ করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্টেট ড. বদিউল আলম।
এতে উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, পৌর মেয়র মো. জামাল মোল্লা, উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া মাসুদ, ফজলুল করিম ফারুক প্রমূখ।
মন্তব্য করুন