
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আহসান হাবিব খান। সকাল ১১ টায় বরিশাল শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল বিভাগের সকল
উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ডিআইজি মোহাম্মদ জামিল হাসান ও বরিশাল নগর পুলিশের কমিশনার জিহাদুল কবির।
মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব) আহসান হাবিব খান। এ সময় তিনি উপজেলা নির্বাচন ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার অঙ্গীকার করে বলেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যম কর্মীকেও জোরালো ভুমিকা
রাখতে হবে। তাহলে বিগত নির্বাচনের তুলনায় নির্বাচন আরো স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে।
ভোটার উপস্থিতি বাড়াবে প্রার্থীরা তাই প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কেন্দ্রে যেন ভোটারদের উপস্থিতি থাকে সে লক্ষ্যে কাজ করতে হবে আর আইন-শৃঙ্খলা বাহিনী দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির না হয় সে ব্যাপারে খেয়াল রাখবে।
মন্তব্য করুন