
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ
শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে ভরাডুবির পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ। তবে টাইগারদের হতাশা চলমান টেস্টেও। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে হেরে বল করতে নেমে সুবিধা করতে পারেননি টাইগার বোলাররা। প্রথম দিন শেষে ক্যাচ মিসের মিছিলে ৪ উইকেটে পকটে নিয়ে টাইগাররা, বিপরীতে লঙ্কানরা তুলেছে ৩১৪ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে শ্রীলঙ্কা। অবশ্য দলীয় ১৩ রানের মাথায় সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অভিষিক্ত হাসান মাহমুদের বলে থার্ড স্লিপে ক্যাচ তুলে দেন মাদুশকা। তবে সেই সহজ ক্যাচই তালুবন্দী করতে ব্যর্থ মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ঘন্টায় রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী হাসান মিরাজও। এবার বেঁচে যান দিমুথ করুনারত্নে।
এরপর স্বাগতিকদের আর কোনো সুযোগ দেয়নি শ্রীলঙ্কা। দারুণভাবে সাকিব-মিরাজদের স্পিন আক্রমণে সামলে দলকে এগিয়ে নেন এই দুই ব্যাটার। দলীয় ৭৬ রানের মাথায় ফের একবার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবারও সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। হাসান মাহমুদের বাউন্সারে থার্ডম্যান এরিয়াতে থাকা সাকিব সুযোগ হাতছাড়া করেন। মাঝে ৮০ বলে ফিফটি তুলে নেন মাদুশকা।
এরপর দ্বিতীয় সেশনের শুরুতে দলীয় ১০৫ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন মাদুশকা। আউটের আগে তার ব্যাট থেকে আসে ১০৫ বলে ৫৭ রান। এরপর মেন্ডিসকে নিয়ে দারুণ এক জুটি গড়েন করুনারত্নে। এই জুটিতে যোগ হয় ১১৪ রান। শেষমেশ দলীয় ২১০ রানের মাথায় হাসান মাহমুদের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন করুনারত্নে। ১২৯ বলে ৮৬ রান আসে এই বাঁহাতি ব্যাটারের ব্যাট থেকে।
করুনারত্নে আউট হলে উইকেটে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার সঙ্গে মেন্ডিস গড়েন ৫৩ রানের জুটি। একই সঙ্গে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন মেন্ডিস। তবে ৭২তম ওভারে সাকিবের ঘূর্ণিতে কাটা পড়েন মেন্ডিস। ওভারের তৃতীয় বলটি তার ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ ওঠে। সেটি ডানদিকে লাফিয়ে তালুবন্দী করেন মিরাজ। আউট হওয়ার আগে ৯৩ করেন এল লঙ্কান টপ অর্ডার।
এরপর শেষ বিকালে দলীয় ২৮৯ রানে ৭১ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে যান ম্যাথুস। এরপর ধানাঞ্জায়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে দিন শেষ করেন দীনেশ চান্দিমাল।
মন্তব্য করুন