রংপুর ব্যুরো

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৪, ১২:৫৪ এ এম

অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

নির্বাচনের প্রতি আস্থা ফিরেছে ভোটারদের

ছবি: রূপালী বাংলাদেশ

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনের প্রতি ভোটারদের আস্থা ফিরেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটাররা এখন নিজেরাই ভোট দিতে আসছে। আমরা চেষ্টা করছি ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে। 

নির্বাচন কমিশন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সফল করতে সকল ধরণের প্রস্তুতি নিয়েছে, আর তা বাস্তবায়ন করতে সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণসহ সকলের প্রতি আহবান জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি রবিবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

তিনি বলেছেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততা, দেশপ্রেম ও নিরপেক্ষতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ায় নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফিরেছে ভোটারদের। জাতীয় নির্বাচনের পর নির্বাচন কমিশন নিয়ে কোনো নেগেটিভ কথা আর শোনা যায় না। ফলে নির্বাচন কমিশনের জন্য আস্থার জায়গা তৈরি হয়েছে। আমরা শুরু থেকেই নির্বাচন কমিশনের প্রতি মানুষের ও ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করেছি।

তিনি আরো বলেন উপজেলা ভোটে যেহেতু দলীয় প্রতীক নাই, এ জন্য প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। ভোটের পরিবেশ ভালো থাকায়, ভোটার উপস্থিতিও বাড়বে। একইসাথে বাড়বে দ্বন্দ্ব। এজন্য প্রশাসনের মাঝে সমন্বয় ও নিরপেক্ষতা দরকার। দৃঢ় সমন্বয়ের মধ্য দিয়ে প্রশাসনের আন্তরিকতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।

এক্ষেত্রে যত শক্তিশালী প্রার্থী হউক না কেন, কেউ নির্বাচনে আইনের বাইরে গেলে সঙ্গে সঙ্গেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় নেই। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ নির্বাচন কমিশনের আইনের বাইরে গেলে তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারার বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, উৎসবমুখর করতে  সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

রংপুরে ১৯ টি উপজেলায় আগামী ৮ এপ্রিল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হবে।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, জেলা প্রশাসক রংপুরের মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাহসিন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভায় রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন