
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৪, ০২:০৪ এ এম
অনলাইন সংস্করণ
হানিফ মোহাম্মদের কথায়‚ বেলাল খানের সুর ও সঙ্গীতে সম্প্রতি একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে।
'শুধু তুমি আমি নেই' শিরোনামের এই গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান নিজেই। সম্প্রতি ঢাকার অদূরে মনোরম লোকেশনে এই গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়। মিউজিক ভিডিওটির গল্প ও পরিচালনা করেন ওয়াহিদ বিন চৌধুরী।
গান প্রসঙ্গে গীতিকার হানিফ মোহাম্মদ জানান‚ আমার বিশ্বাস গানটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। আমার লেখাকে চমৎকার সুর আর গায়কীতে জীবন্ত করে তুলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান। আর গানের কথার সঙ্গে মিল রেখেই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক ওয়াহিদ বিন চৌধুরী। সবার খুব ভালো লাগবে আশাকরি।
বেলাল খান ছাড়াও এরই মধ্যে গীতিকার হানিফ মোহাম্মদের কথায় আরও কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু‚ রাজু মণ্ডল‚ সোহাগ প্রমুখ।
আরও কিছু গান তৈরী হচ্ছে যেগুলোতে কন্ঠ দিবেন দেশের জনপ্রিয় অনেক গায়ক/গায়িকা।
মিউজিক ভিডিওটি নিয়ে পরিচালক ওয়াহিদ বিন চৌধুরী জানান‚ হানিফ মোহাম্মদের লেখনী চমৎকার। আর বেলাল খানকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই গানে গীতিকার ও গায়কের চমৎকার রসায়ন হয়েছে। আর আমি শুধু সেই অনুভূতির গল্পটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি।
মিউজিক ভিডিওটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মনিরুজ্জামান মনি, সুমাইয়া রিমু এবং জনি।
গানটি খুব শীঘ্রই এইচএইচ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
মন্তব্য করুন