মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৪, ০৩:০০ পিএম

অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে যানবাহনসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

ছবি সংগৃহীত

চৈত্রের শেষে রবিবার রাতে মৌলভীবাজারের জেলা জুড়ে প্রবল ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে। প্রায় দুই ঘন্টাব্যাপী ঝড় ও শিলাবৃষ্টিতে পাহাড় ও হাওরাঞ্চলে কাঁচা পাকা ঘর এবং বিভিন্নস্থানে যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে শিলাবৃষ্টিতে বোরো ধানসহ সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ঝড় ও বৃষ্টির পর থেকে মৌলভীবাজারের জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোঃ ফজলুল করিম জানান, প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে মৌলভীবাজারে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ক্রমান্বয়ে মেরামত কাজ শেষে সংযোগ স্বাভাবিক করা হয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জামান আহমদ বলেন, ঝড়ের কবলে পড়ে আহত হয়েছে এমন কোনো রোগী সদর হাসপাতালে আসেনি।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র জানায়, ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে হাওরের আগাম ধানের জাতের ফসলের কিছু ক্ষতি হতে পারে। আমরা সব জায়গায় খবর পাঠিয়েছি।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে জেলাজুড়ে। তবে এখন পর্যন্ত বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন