মাজহারুল ইসলাম, সোনারগাঁও

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৪, ০৬:১০ পিএম

অনলাইন সংস্করণ

৫ হাজার পরিবারে ঈদ উপহার দিলেন ইঞ্জিনিয়ার মাসুম

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ হাজার অসহায় ও দুস্থপরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 এই মহৎ কাজে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও জেলা আওয়ামীলীগেরপক্ষ থেকে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো-সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, ডাল, গুড়ো দুধ, আলু, তেল ও লবনসহ ইত্যাদি।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর  ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্মআহবায়ক ডা. আতিকুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুল হক, মাসুম বিল্লাহ, যুবলীগ নেতা সাজিদ মাহবুবসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মন্তব্য করুন