
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, আওয়ামী লীগ ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে ফেলেছে। যে সমস্ত তোমাদের বয়েসী ছেলেরা ছাত্রলীগ করে, এদের কোন চরিত্র নেই। একমাত্র চরিত্রহীন ছেলেপুলেরা ছাত্রলীগ করে।
সোমবার বিকেলে বাহারমর্দান গ্রামে তিনির বাসভবনে জেলা ছাত্রদলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাসের রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম, বকসি মিছবাহ উর রহমান, এম ইদ্রিছ আলী, এম এ মোহিতসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নাসের রহমান আরও বলেন, বর্তমানে ভারতীয় পণ্য বয়কট চলছে। কিন্তু আমাদের মা বোনরা প্যারাস্যুট তেল ব্যবহার করছে।
তিনি বলেন, আমাদের দেশেতো তেল, সাবানসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। তাই এখন থেকে এসব পণ্য বয়কট করে বাংলাদেশী পণ্য ব্যবহার করতে হবে।
মন্তব্য করুন