
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ০২:৪৭ এ এম
অনলাইন সংস্করণ
ভোলায় শুরু হয়েছে নারী উদ্যেক্তা ঈদ মেলা। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
শহরের বাংলাস্কুল মাঠে এ মেলার আয়োজন করে ভোলার নারী উদ্যোক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সাবেকুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ কায়সার খসরু, গ্রামিণ জন উন্নয়ন সংস্থার পরিচালক এ্যাডভোকেট বিথী ইসলাম, বিসিকের উপ-পরিচালক মো: সোহাগ, জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।
তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ভোলা জেলা শাখার সভাপতি শিমুল চৌধুরী, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, সাংবাদিক ছোটন সাহা প্রমুখ।
নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি পাপিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলায় থ্রিপিস, ফ্যাশন, ফাস্টফুড, রকমারি ডিজাইনের জুয়েলারি, কসমেটিকস ও কেকসহ বিভিন্ন পণ্যের প্রায় ২১টি স্টল বসছে। পাঁচ দিনব্যাপী চলবে এ মেলা। মেলার প্রথম দিন দেখা গেছে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
কয়েকজন দর্শনার্থী জানালেন, এ মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে। এখান থেকে আমরা উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন দেখছি।
চাঁদেরহাট বস্ত্র মেলার উদ্যোক্তা মুজিয়া রহমান পূন্য বলেন, ভোলার নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা অনলাইন ব্যবসায় এগিয়েছে। অনলাইন ব্যবসায় ঝুকে পড়ছে নারীরা। এতে একদিকে যেমন তারা আত্মনির্ভরশীল হচ্ছেন অন্যদিকে সাবলম্বী হয়ে উঠছেন। পরিবারের কাজে ফাঁকে তারা নিজেদের মেধা দিয়ে ব্যবসাকে টিকিয়ে রেখেছেন।
মন্তব্য করুন