
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ঈদযাত্রায় দেশের বিভিন্ন গন্তব্যে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থাটি আজ মঙ্গলবার (২ এপ্রিল) থেকে টিকিট বিক্রি শুরু করে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
বিআরটিসির বিভিন্ন কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন করপোরেশনের এক কর্মকর্তা।
সিটি সার্ভিসের জন্য সীমিতসংখ্যক বাস রেখে বাকিগুলো ঈদযাত্রায় নামানোর পরিকল্পনা করে সরকারি সংস্থাটি। আর ভাড়া নেওয়া হবে সরকার নির্ধারিত হারে।
বিআরটিএর চেয়ারম্যান তাজুল ইসলাম বলেছেন, ঈদে বাড়তি ভাড়া নেওয়া ঠেকাতে, মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
এবারে ঈদযাত্রা উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে বিআরটিসি। বাসগুলোর নানা রকম সংস্কার করা হয়েছে। শেষ মুহূর্তে ঝালিয়ে নেওয়া হচ্ছে ইঞ্জিনসহ গাড়ির সব ধরনের কাজ। ঈদযাত্রা সামনে রেখেই এমন কর্মযজ্ঞ চলছে বিআরটিসির কারখানাগুলোতে।
ঈদুল ফিতর উপলক্ষে ৫ এপ্রিল শুরু হবে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
কোন ডিপোতে কোন রুটের টিকিট পাওয়া যাবে
মতিঝিল ডিপো: রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও লালমনিরহাট।
কল্যাণপুর ডিপো: আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ ও বরিশাল।
গাবতলী ডিপো: রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ ও পাটুরিয়া।
জোয়ার সাহারা ডিপো: রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল ও বগুড়া।
মিরপুর ডিপো: রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া ও ময়মনসিংহ।
মোহাম্মদপুর ডিপো: রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল ও গোপালগঞ্জ।
গাজীপুর ডিপো: ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম।
যাত্রাবাড়ী ডিপো: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর ও বরিশাল।
নারায়ণগঞ্জ ডিপো: রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী ও ভাঙ্গা।
কুমিল্লা ডিপো: সিলেট ও সুনামগঞ্জ।
নরসিংদী ডিপো: স্বরূপকাঠী (পিরোজপুর), রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও বগুড়া।
সিলেট ডিপো: ময়মনসিংহ, রংপুর ও লক্ষ্মীপুর।
দিনাজপুর ডিপো: ঢাকা।
সোনাপুর (নোয়াখালী) ডিপো: রংপুর, বরিশাল ও ময়মনসিংহ।
বগুড়া ডিপো: যশোর, রংপুর ও বরিশাল।
রংপুর ডিপো: পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, নারায়ণগঞ্জ ও পিরোজপুর।
খুলনা ডিপো: রংপুর, কিশোরগঞ্জ ও ঢাকা।
পাবনা ডিপো: গাজীপুর, কুষ্টিয়া ও ঢাকা।
ময়মনসিংহ ডিপো: গাইবান্ধার সুন্দরগঞ্জ, ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট ও ঢাকা।
চট্টগ্রাম ডিপো: রংপুর, বরিশাল ও ভোলা।
টুঙ্গিপাড়া ডিপো: ঢাকা, চিলমারী ও পাটগাতী।
বরিশাল ডিপো: ঢাকা, রংপুর ও কুয়াকাটা।
বিআরটিসি জানিয়েছে, ঈদের সময় যাত্রীরা চাইলে তাদের বাস রিজার্ভ করতে পারবেন।
মন্তব্য করুন