ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ০৮:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

ফেনীতে দুস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ

ছবি সংগৃহীত

ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে দুস্থ ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় জেলার দাগনভূঞা উপজেলাধীন সিলোনীয়া হাই স্কুল মাঠে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণে অংশ নেন বিজিবি ফেনীর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুস সাকিব খান।

বিজিবি জানিয়েছে, মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি-৪ অধীনস্থ ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে এলাকায় দুস্থ-অসহায় রোজাদারদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন