
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ
এ প্রজন্মের অভিনেত্রী শেখ চাঁদনী। নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন তিনি। এবারের ঈদে চাঁদনী বেশকিছু নাটকে অভিনয় করেছেন। ঈদ আয়োজনে বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে নাটকগুলো প্রচার হবে।
চাঁদনী অভিনীত নাটকগুলো হচ্ছে হৃদয় খান বাদশা পরিচালিত চোরের সংসার, সোহেল রানা ও শাহরিয়ার কামরুলের গরিবের বড় লোক ভায়রা, দীন মোহাম্মদ মন্টুর মামার বিয়ে, মাইনুল হাসান খোকনের গৃহলক্ষ্মী ও চোর চুন্নি 420, রেজাউল করিম অবসরপ্রাপ্ত 'ঘর জামাই, কে সি পালের 'গরিবের ভাতের হোটেল' ও 'খুনি শ্বশুর, শরিফুল ইসলাম শামীমের 'রিক্সাওয়ালার কোটিপতি বউ', জাহিদুল ইসলাম মিন্টুর 'অক্টোপাস, হাসান জাহাঙ্গীরের 'ফ্যামিলি ডিসটেন্স, আপন রানার 'রেড অ্যালার্ট'।
এ প্রসঙ্গে চাঁদনী বলেন, প্রতিটি নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। নাটকের গল্পগুলো ভালো৷ ঈদ আনন্দে নাটকগুলো বাড়তি মাত্রা যোগ করবে। আশা করছি, নাটকগুলো সবার ভালো লাগবে।
মন্তব্য করুন