সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৪, ০৪:১৭ পিএম

অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে আরামনগর কামিল মাদ্রাসায় ঈদের প্রধান জামাত

ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী আরামনগর কামিল মাদ্রাসার মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় শুরু হয় এই ঈদ জামাত। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন উপজেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুকী। 

এক সাথে কয়েক হাজার মানুষ এ নামাজে অংশগ্রহণ করেন। ঈদগাহ মাঠে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল।

ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন জানান, বিশাল এ ঈদগাহ মাঠে প্রায় ১৫ হাজার মুসল্লী ঈদের জামাতে অংশগ্রহণ করেন। ছিল ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা। 

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। 

মন্তব্য করুন