
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ
ঈদের দ্বিতীয় দিনে দেশী বিদেশী হাজার হাজার পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। আগত পর্যটকরা সৈকতের বুকে আছড়েপড়া ছোট-বড় ঢেউয়ে সাঁতার কেটে মিতালীতে মেতেছে। অনেকে বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে মেতেছেন। অনেকে আবার ঘোড়া ওটার বাইক কিংবা মোটর বাইকে চরে সৈকতের বিভিন্ন পর্যটনের পর ঘুরে দেখছেন। আবার অনেক পর্যটক সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করছে। আগত পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে সকল পর্যটন স্পটগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল।
পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ করা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমাদের স্কাউট, রোবার, বিএনসিসি মিলে মোট ৫০ জন ভলেন্টিয়ার তিন শিফটে কাজ করছে।
এছাড়া টুরিস্ট পুলিশ ও থানা পুলিশ রয়েছে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে।
মন্তব্য করুন