
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে পারভেজ খা (২০) নামের এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত আরো দশজন। শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে থেমে থেমে চলে এই সংর্ঘষ।
এ সময় ওই দুটি গ্রামে শতাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি ১২-১৫ ঘর ভাঙচুর করা হয়েছে। এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
নিহত পারভেজ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে ছোট মোল্লাকান্দি গ্রামের পলাশ খার ছেলে। এদিকে আহতদের মধ্যে রাব্বির অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরকেওয়ার ইউনিয়নের খানকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামুন হালদার-নজির হালদার গ্রুপের সাথে আহমদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধী চলে আসছিলো৷ সেই বিরোধকে কেন্দ্র করে এর আগেও কয়েক দফা সংর্ঘষের লিপ্ত হয় গ্রুপ দুটি। শুক্রবার গভীর রাত থেকে আবারও বিবাদে জড়ায় দুই গ্রুপের সর্মথকরা। এতে ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র পরিনিত হয় গ্রাম দুটিতে। এসময় গুলিবিদ্ধ দুইজন সহ কমপক্ষে দশজন আহত হয়েছে৷ আহতদের মধ্যে পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে দাবি করে সদর থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে গ্রাম দুটিতে পুলিশি অভিযান চলছে। যারাই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা।
মন্তব্য করুন